সোমবার | ০৭ অক্টোবর, ২০২৪

বান্দরবানে অসহায়দের শীতবস্ত্র প্রদান করছে প্রশাসন

প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৪ ০৭:৫৫:২৬ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০৬:১২:৩৫  |  ৪০৫
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। তীব্র শীতে কষ্ট পাওয়া অসহায় ও দরিদ্রদের শীতবস্ত্র প্রদান করছে জেলা প্রশাসন।

সুত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশক্রমে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ও শীতার্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।

সুত্রে আরো জানা যায়, এবারে সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে এই পর্যন্ত উপজেলা প্রশাসনের মাধ্যমে তিন হাজার উনষাটটি কম্বল প্রদান করা হয়েছে। ১৪ জানুয়ারী রাতে বান্দরবান সদর উপজেলার পৌর এলাকার বাসস্ট্যান্ড, ওয়াবদা ব্রিজের পাশে , ট্রাফিক মোড়, উজানী পাড়া,হাসপাতাল রোড, আওয়ামী লীগ অফিসের সামনে এবং বালাঘাটা বাজারে প্রায় ৫০জন শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পরে ১৬ জানুয়ারী সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার পৌরসভার বিভিন্ন এতিমখানায় এবং শীতার্থ মানুষের মাঝে ৬০পিস কম্বল বিতরণ করা হয় এছাড়াও বিভিন্ন ইউনিয়নে ও কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।

কম্বল বিতরণ কার্যক্রমে সদর উপজেলা ভূমি কর্মকর্তা নারগিস আক্তার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions