সোমবার | ০৭ অক্টোবর, ২০২৪
বান্দরবানের

নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কে রোলার অপারেটরের মৃত্যু

প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৭:১০ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০৩:২৫:২০  |  ৪৮৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কে এক রোলার অপারেটরের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি সীমান্ত সড়কের সীমান্ত পিলার ৫১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কামাল হোসেন টিটু (২৫) নেত্রকোনা জেলার বাসিন্দা আবদুল হাসিম মিয়ার ছেলে।

সুত্রে জানা যায়, নিহত কামাল হোসেন টিটু রোলার অপারেটর। সে তার রোলার মেশিন নিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বাংলাদেশের সীমান্ত সড়কে কাজ করার সময় রোলার মেশিন থেকে নিচে সড়কে পড়ে যায়। এতে বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পায়। একই সাথে কোমরেও আঘাত পায় মারাত্মকভাবে।

পরে সড়ক নির্মাণ কাজে নিয়োজিত সহযোগী শ্রমিকরা তাকে মুমূর্ষু অবস্থায় ২০ মাইল দূরে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ(ওসি) মো. আবদুল মান্নান জানান, মৃত কামাল হোসেন টিটুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে,এই বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions