মঙ্গলবার | ০৮ অক্টোবর, ২০২৪

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা

প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২৩ ০৩:১৭:২৮ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০২:৪৫:৪৯  |  ৫১৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বিভিন্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ধর্মালম্বীরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালনের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করে।

দিনটি উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ভোর থেকে চলছে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলনসহ নানান ধর্মীয় অনুষ্ঠান।

বিহারে এসময় দেশ ও জাতির সুখ এবং মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা,পঞ্চশীল,অষ্টশীল গ্রহণ করে পূজারীরা। পরে বুদ্ধের উদ্দেশে ফুল পূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান,অষ্টপরিষ্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড (আহার) দান করা হয়।

বিহারে বিহারে আগত ভক্তরা এসময় বৌদ্ধ ভিক্ষুদের স্বধর্ম দেশনা শ্রবণ করেন।

উল্লেখ্য, গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন, সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions