সোমবার | ০৭ অক্টোবর, ২০২৪

দীঘিনালায় ২৭৪ পরিবার পেলো রেড ক্রিসেন্ট'র আর্থিক সহায়তা

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০২৩ ০৪:১৮:০৩ | আপডেটঃ ০৫ অক্টোবর, ২০২৪ ১০:১১:১৬  |  ৭০৩

সিএইচটি টুডে ডট কম, দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক সময়ে আকস্মিক বন্যা ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বহুমুখী অর্থ সহায়তা বিতরণ করেছে  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

 

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডেনিশ রেড ক্রসের আর্থিক সহযোগিতায় দীঘিনালা উপজেলার মেরুং, বোয়ালখালী কবাখালী ইউনিয়নের ২৭৪ পরিবারকে হাজার টাকা হারে এই সহায়তা বিতরণ করা হয়

 

এতে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম' সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহাম্মদ আবুল হাসনাত খাঁন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, দীঘিনালা উপজেলার নারী ভাইস-চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, 'রেড ক্রিসেন্ট সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সকল দুর্যোগে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মানবিক সহায়তা করছে। এটাই প্রকৃত মানবতা।'

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions