সোমবার | ০৭ অক্টোবর, ২০২৪
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার দাবি

প্রকাশঃ ০৯ সেপ্টেম্বর, ২০২৩ ০১:২৯:২৬ | আপডেটঃ ০৫ অক্টোবর, ২০২৪ ০১:৪১:০২  |  ৪৭৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে শহরের শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জমান ডালিম ও পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা ইসলাম মৌ।

বক্তারা, পাকুয়াখালী গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকাণ্ডের নির্দেশদাতা শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা সন্তু লারমার বিচারের দাবি জানান।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions