সোমবার | ০৭ অক্টোবর, ২০২৪

খাগড়াছড়িতে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চিকিৎসা সরঞ্জামসহ ৬ চোরাকারবারি আটক

প্রকাশঃ ০৫ সেপ্টেম্বর, ২০২৩ ০২:১১:৪৫ | আপডেটঃ ০৬ অক্টোবর, ২০২৪ ০৬:৪৯:৪৪  |  ৫৯২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ১০ লক্ষাধিক টাকার চিকিৎসা সরঞ্জামসহ চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করা হয়। সময় গণমাধ্যমকর্মীদের অভিযানের বিস্তারিত তুলে ধরেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। 

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদে গেল সোমবার মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি করা হয়। এসময় ডেঙ্গু পরীক্ষার হাজার পিস কীট, হাজার পিস প্লাস্টিকের ড্রপার ৯৮ পিস এ্যাম্পুল জব্দ করা হয়। এসব চিকিৎসা সরঞ্জাম গুলো ভারতে উৎপাদিত এবং অবৈধ পথে দেশে আনা হয়েছে বলে স্বীকার করেছে চোরাকারবারীরা। ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস জব্দ চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত চিকিৎসা সরঞ্জামের বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা। 

 

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মিটন ত্রিপুরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions