সোমবার | ০৭ অক্টোবর, ২০২৪

মাউস"র উদ্যোগে খাগড়াছড়িতে আবৃত্তি প্রশিক্ষন'র সূচনা

প্রকাশঃ ০২ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:০৬:২৪ | আপডেটঃ ০৪ অক্টোবর, ২০২৪ ১১:৪৭:১২  |  ৬৪২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।খাগড়াছড়িতে "মারমা উন্নয়ন সংসদ (মাউস)'-এর উদ্যোগে দীর্ঘ মেয়াদে প্রমিত উচ্চারণ আবৃত্তি প্রশিক্ষণ" সূচনা হয়েছে। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়াস্থ 'মাউস' কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষন উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা

 

মাসসের  কেন্দ্রীয় শিক্ষা সংস্কৃতি সম্পাদক- বিশিষ্ঠ আবৃত্তিশিল্পী কবি চিংলামং চৌধুরী' সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা ছিলেন  মাউস" কেন্দ্রীয় সা. সম্পাদক পৌর কাউন্সিলর মংনু মারমা , 'আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট' পদকপ্রাপ্ত লেখক গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী এবং পানখাইয়াপাড়া সর: প্রা: বিদ্যালয়' প্রধান শিক্ষক নুনুপ্রু মারমা

অনুষ্ঠানে "সম্মিলিত আবৃত্তি জোট- চট্টগ্রাম'-এর সংগঠক এবং সুখ্যাত আবৃত্তি প্রশিক্ষক ফারুক তাহের আবৃত্তি বিষয়ক ধারণা উপস্থাপনা করেন

 

সভায় উদ্বোধক প্রধান অতিথির বক্তব্যে ক্যজরী মারমা বলেন, পাহাড়ে বসবাসরত নৃ- গোষ্ঠি সমূহের পরিবার- সমাজে স্ব স্ব মাতৃভাষার ব্যবহার প্রতিষ্ঠিত আচার। শিক্ষা প্রতিষ্ঠাণ এবং অফিসিয়ালি জাতীয় বাংলা ভাষাতেই সবকিছু অনুসরণ করতে হয়। শৈশবকাল থেকে জাতীয়ভাষা বাংলায় অদক্ষতার কারণে শিশুরা যেমন নানা সমস্যায় পড়েন;তেমনি আমরা বড়োরাও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছি। তাই মাউস, এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে

 

তিনি এই উদ্যোগ নেয়ার পেছনে কবি গবেষক চিংলামং চৌধুরী' অবদানের জন্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions