সোমবার | ০৭ অক্টোবর, ২০২৪

খাগড়াছড়িতে মুদি দোকান মালিক ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা

প্রকাশঃ ১২ অগাস্ট, ২০২৩ ১২:৫৭:৪৩ | আপডেটঃ ০৬ অক্টোবর, ২০২৪ ০৯:৪৯:৪৩  |  ৬৯২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি বাজার মুদি দোকান মালিক ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে খাগড়াছড়ি শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী


খাগড়াছড়ি বাজার মুদি দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি তপন কান্তি দেবের সভাপতিত্বে সভায় সাবেক পৌর মেয়র রফিকুল আলম, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র- মো. শাহ আলম, প্যানেল মেয়র পরিমল দেবনাথ, সাবেক কাউন্সিলর এটিএম রাশেদ উদ্দিন আইএফআইসি ব্যাংকের খাগড়াছড়ি শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রবীণ ব্যবসায়ী আমিন শরীফ নির্মল দেব বক্তব্য রাখেন


বক্তারা, খাগড়াছড়ি বাজারে প্লট নবায়নে বাজার চৌধুরীর অসহযোগিতা বন্ধ খুচরা পর্যায়ে বাজার মনিটরিংয়ের পাশাপাশি উৎপাদক বা পাইকারদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান ছাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার ক্ষেত্রে জনপ্রতিনিধি ব্যবসায়িক প্রতিনিধি নিশ্চিত করার প্রস্তাব করেন  

সময় খাগড়াছড়ি বাজার মুদি দোকান মালিক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সোলাইমান, মো. আবুল কাশেম, মো. আব্দুল আজিম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক সমান বড়ুয়া, ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক তরুণ কান্তি দে, অর্থ সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক অসীম দেব, দপ্তর সম্পাদক মো. মনির খানসহ ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্য সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন


নবগঠিত কমিটির কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ পর্ব সঞ্চালনা করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions