সোমবার | ০৭ অক্টোবর, ২০২৪

খাগড়াছড়িতে পর্যটন শিল্প উন্নয়নে অংশীজনদের নিয়ে সুধী সমাবেশ

প্রকাশঃ ০১ অগাস্ট, ২০২৩ ০১:৫৭:২৭ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০১:৩৬:১৩  |  ৬৪৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্প বিকাশে মানসম্মত হোটেল মোটেল গড়ে তুলতে ভূমির সংকট, বিদেশী পর্যটকদের আকর্ষণে ব্যর্থতাসহ নানা ভৌগলিক প্রতিবন্ধকতা রয়েছে। এ খাত বিকাশে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে এসব সংকট উত্তরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটন শিল্প উন্নয়নে স্থানীয় অংশীজনদের সাথে সুধী সমাবেশে এসব কথা উঠে আসে।

টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানসহ টুরিস্ট পুলিশ, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সমাবেশ থেকে, পর্যটকদের মানসম্মত সেবা নিশ্চিতে পরিবহন, খাবার ও আবাসিক হোটেল মালিকদের নির্দেশনা দেয়া হয়। এ ছাড়া সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন প্রয়োগ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions