সোমবার | ০৭ অক্টোবর, ২০২৪
জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি শহর জুড়ে নৈরাজ্যের বিচার বিভাগীয় তদন্তের দাবী আওয়ামীলীগের

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৩ ০৫:৫৫:৫৩ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ১২:৪৩:১৪  |  ৬৪৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও শহরজুড়ে নৈরাজ্যের বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছে জেলা আওয়ামীলীগ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিএনপি এমন তান্ডব চালিয়েছে বলে দাবী আওয়ামীলীগের।

মঙ্গলবার বিকালে (৬টা) জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবী করেন জেলা আওয়ামীলীগ নেতারা।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি জানান, বিএনপি-জামাত ও চরমোনাই গুন্ডাবাহিনীর হামলায় আহত নেতাকর্মীদের মধ্যে ১০/১২জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এসময় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, দুই ঘন্টারও বেশি সময় ধরে বিএনপি‘র নৈরাজ্য এবং পৌরসভার মতো রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনায় পুলিশের নিস্ক্রীয় ভূমিকা থাকলে তারাও পার পাবে না। তিনি বিএনপি‘র উস্কানীমূলক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দায়ী ব্যক্তিদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে আওয়ামীলীগ ও বিএনপি‘র কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০জন আহত হন। যার অধিকাংশই আওয়ামীলীগের।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions