মঙ্গলবার | ০৮ অক্টোবর, ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়েছে ৮ দোকান

প্রকাশঃ ০৪ এপ্রিল, ২০২৩ ০১:৪৫:৫৭ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০৩:২১:২০  |  ৭১২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে টি দোকান। সোমবার মধ্যরাতে দীঘিনালা থানা বাজারে দুর্ঘটনা ঘটে। এতে প্রাথমিক ভাবে কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী স্থানীয় ব্যবসায়ীদের। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে দীঘিনালা থানা বাজারের শেষ অংশে আগুন দেখে। ফায়ার সার্ভিস স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে স্বর্ণকার, জুতা, ক্রোকারিজ, হার্ডওয়ার, মুদি সিগারেটের গুদাম রয়েছে। আনুমানিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলছেন স্থানীয়রা

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলি জানান, প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। দেড় ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিস স্থানীয়রা রাত টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টি দোকান পুড়ে গেছে 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions