মঙ্গলবার | ০৮ অক্টোবর, ২০২৪

রামগড় সীমান্তে বিধি নিষেধে নিষ্প্রাণ স্নানোৎসব

প্রকাশঃ ১৯ মার্চ, ২০২৩ ০৬:৩২:০১ | আপডেটঃ ০৫ অক্টোবর, ২০২৪ ১২:১৫:৪৯  |  ৫৬৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড় সীমান্তের ফেনী নদীতে এবারও বিধি নিষেধের কারণে নিষ্প্রাণ হিন্দু ধর্মাবলম্বীদের বারুনী স্নানোৎসব। রোববার সকাল থেকে রামগড়ের আনন্দ পাড়া ঘাটে স্থানীয় আশপাশের ফটিকছড়ি থেকে অনেকে ধর্মীয় আচার পালন করতে আসেন। তবে ভারতের ত্রিপুরার সাব্রুমের বারুনী ঘাটে হাজার হাজার পুর্ণার্থীর সমাগম ঘটে। 

 

মূলত, চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা পাপ মুছনের ব্রতে নদীতে তর্পন পুরোহিতের মাধ্যমে ধর্মীয় আচার রীতি পালন পূর্ণ্য স্নান করেন। স্বাধীনতা পরবর্তী প্রতিবছর স্নানোৎসবকে ঘিরে দুই বাংলার প্রাণ মেলা বসত। তবে ২০১৭ সালে রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তার কারণে সীমান্ত নদীতে পারাপার বন্ধ করে দেয়া হয়। সে থেকে এখন পর্যন্ত নদীর শুন্যরেখায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলে। 

 

বারুনী স্নানোৎসবে আসা দুই দেশের মানুষ আবারও একদিনের জন্য হলেও মিলন মেলা উৎসব চালুর দাবি জানান সংশ্লিষ্টদের। 

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বারুনী স্নানকে ঘিরে দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। রামগড় অংশে বিজিবি পুলিশ সদস্যরা কড়া নজরদারি করছে। ভারত অংশেও সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনীরা রয়েছেন 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions