শনিবার | ০৫ অক্টোবর, ২০২৪

বান্দরবানের সাংবাদিক চুবাথুই মারমার চিকিৎসা সহায়তা রাঙামাটিতে মঞ্চনাটক

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০১৯ ১১:৫৭:৩৯ | আপডেটঃ ০৪ অক্টোবর, ২০২৪ ১০:৪৪:১৯  |  ২০৮২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ৭১ টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি  সাংবাদিক চুবাথুই মারামার চিকিৎসা সহায়তায় রাঙামাটিতে মঞ্চস্থ হয়েছে তঞ্চঙ্গ্যা ভাষার মঞ্চ নাটক ‘গিঙ্গিলি’। গিঙ্গিলির বাংলা অর্থ চারণ গায়ক বা বাউল। বুধবার সন্ধ্যায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইন্সটিটিউট অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় নাটকটি।

স্থানীয় সাংস্কৃতিক সংস্থা ‘টঙ ঈসথেটিকস মিডিয়ার রাঙামাটি জেলা ও কলেজ শাখার উদ্যোগে এটির আয়োজন। পরিবেশন করে ‘ফু-কালাং একাডেমি’। সাংবাদিক চবাথ্ইু মারমা দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভূগছেন। তার দুটি কিডনি-ই আক্রান্ত। বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন তিনি।

৭১ টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি উছিংসা রাখাইন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকসুদ আহম্মেদ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাঙামাটি রির্পোটার্স ইউনিটির সভাপতি  সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা, সাংবাদিক নন্দন দেবনাথ প্রমূখ। উপস্থাপনায় ছিলেন চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি মনসুর আহমেদ মান্না।

মিডিয়া |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions