রবিবার | ০৬ অক্টোবর, ২০২৪

পার্বত্য চট্টগ্রাম থেকে চীনে নারী পাচার বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ০৮ জুলাই, ২০২৪ ০১:১০:৫৯ | আপডেটঃ ০৪ অক্টোবর, ২০২৪ ১০:৫৫:৫৮  |  ৪৮৩

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা থেকে চীনে নারী পাচার বন্ধ পাচারকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন জুম্ম সমাজ।

 

সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা বক্তব্য রাখেন সাবেক সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, সিনিয়র আইনজীবি এড. সুপাল চাকমা, নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা, বিএনপি নেতা অনিমেষ চাকমা রিঙ্কু

 

এসময় বক্তারা অভিযোগ করেন ,পাহাড়ি নারীদের সরলতার সুযোগ নিয়ে নগদ অর্থ, আইফোনসহ বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে চীনের পাচার করা হচ্ছে। চীনে যাওয়া নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করাসহ নানাভাবে নির্যাতন নিপীড়ণ করা হয়।  নির্যাতনের শিকার হয়ে অনেকে দেশে ফিরে এসেছেন।

 

বক্তারা নারী পাচার রোধে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং চক্রের মূল হোতাদের গ্রেফতারের দাবি জানান।  

 

সম্প্রতি পৃথক ঘটনায়  খাগড়াছড়ি রাঙামাটির থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই নিয়ে পাচারের সাথে জড়িত এক চীনা নাগরিকসহ জনকে আটক করেছে পুলিশ।

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions