রবিবার | ০৬ অক্টোবর, ২০২৪

খাগড়াছড়িতে আওয়ামীলীগের প্রচারণায় হামলার অভিযোগ

প্রকাশঃ ০২ জানুয়ারী, ২০২৪ ০১:১১:০৯ | আপডেটঃ ০৫ অক্টোবর, ২০২৪ ০৬:৪৫:৩৯  |  ৭৯৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির দুর্গম লক্ষীছড়ি উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ল²ীছড়ির বর্মাছড়ি ইউনিয়নের মুখপাড়া এলাকায় হামলার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রোচাই চৌধুরী।

তিনি অভিযোগ করেন, সকালে লক্ষীছড়ির বর্মাছড়িতে আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা সমর্থনে গণসংযোগে যায় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। সকাল ১০ টার দিকে বর্মাছড়ি ইউনিয়নের মুখপাড়া এলাকায় দুর্বৃত্তরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে প্রচারণায় থাকা নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ ৪-৫ জনকে মারধর করে সশস্ত্র দুর্বৃত্তরা। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছে। টিম ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

এর আগে গেল শুক্রবার পানছড়ির দুদকছড়ায় তৃণমূল বিএনপির প্রচারণায় হামলা চালিয়ে ১৪ টি গাড়ি ভাংচুর ও ৯ জনকে আহত করে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions