রবিবার | ০৬ অক্টোবর, ২০২৪

ইউপিডিএফ"র বিরুদ্ধে গ্রামে-পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান কুজেন্দ্র লাল ত্রিপুরার

প্রকাশঃ ০১ জানুয়ারী, ২০২৪ ০৮:৩১:১৪ | আপডেটঃ ০৬ অক্টোবর, ২০২৪ ০৬:৪২:৫৫  |  ৮৪৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ইউপিডিএফ' সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ জনগণকে গ্রামে-পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, খাগড়াছড়ির সংসদ সদস্য দ্বাদশ নির্বাচনে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা

তিনি খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ভোটারদের ভোটদানে বাধা প্রদান, ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শন-হুমকি প্রদানকারী আঞ্চলিক দলের নামধারী সন্ত্রাসীদের নির্বাচনের পর রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন


খাগড়াছড়ি আসনের দুইবারের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামে গ্রামে গিয়ে বছরের পর বছর খবরদারি করবেন, মুরগী-কলার ছড়া আর এক বোঝা লাকড়ি থেকেও চাঁদা নেবে; এটা চলতে দেয়া যায় না ভোট আসলে মানুষের সাংবিধানিক নাগরিক অধিকারে হস্তক্ষেপ করার দিন শেষ হয়ে আসছে মানুষ জাগলে পাহাড়-জঙ্গল ছেড়ে পালাবার পথ পাবে না


তিনি সোমবার বিকেলে পানছড়ি উপজেলার ফাতেমানগর-উপজেলাসদরে পৃথক পৃথক পথসভায় এসব কথা বলেন
পথসভায় কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে জেলা উপজেলার নেতৃবৃন্দরা যোগ দেন

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions