রবিবার | ০৬ অক্টোবর, ২০২৪

প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সুতা ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০২৩ ০৩:১৯:০৬ | আপডেটঃ ০৬ অক্টোবর, ২০২৪ ০৬:৪৪:২৭  |  ৪৭০

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পাহাড়ের প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে  পিনন,থামি বুনন করা জন্য বিনামূল্যে সুতা সেলাই মেশিন বিতরণ করা হয়েছে  

 

সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনস স্কুলে মাত্রার উদ্যোগে ১শ ১৬  জন নারীদের মাঝে এসব সুতা সেলাই বিতরণ করা হয়েছে।  মাত্রার প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসি পারভীন বলেন ,” পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্ততা হতে পারছে না। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে  থামি, পিনন বুননের জন্য বিনামূল্যে এসব উপকরণ   সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

এসময় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.সহিদুজ্জানানপুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুক্তা ধর, প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়াচামেলি ত্রিপুরাসহ সাংবাদিকবৃন্দ, উপকারভোগীরা উপস্থিত ছিলেন

 

টি সেলাই মেশিনসহ ১শত ১৬ জনকে কেজি করে সুতা দেয়া হয়েছে

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions