রাঙামাটিতে জামায়াতের জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রকাশঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৩৭:২০ | আপডেটঃ ০৫ অক্টোবর, ২০২৪ ০৩:২৪:১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে  বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙামাটি জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার  বিকেলে  রাঙামাটি শহরের  ইসলামিক সেন্টার হল রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর চট্রগ্রাম জোনের টিম সদস্য জাফর সাদেক।
বৈঠকে জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম,  সহ-সেক্রেটারী মুনসুরুল হক, জেলা প্রচার সেক্রেটারী এ্যাড হারুন অর রশীদ সহ বিভিন্ন থানা আমীর সেক্রেটারী বৃন্দ।

বৈঠকে বক্তারা বলেন,বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের মানুষের ভ্যানগার্ড হিসেবে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশ জামায়াত ইসলামী জাতি, গোষ্ঠী,  ধর্ম, বর্ণ  সহ সকল   সম্প্রদায়ের মানুষের  যেকোনো বিপদের পাশে থাকে। 

তারা বিগত সরকার স্বৈরাচার উল্লেখ করে বলেন , দেশের ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের কারনে স্বৈরাচারি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা সকলে পালিয়ে যায়নি। ফ্যাসিবাদের পেতাত্মারা এখনো দেশের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে। বিগত সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদের দোসররা, সারাদেশে অনেক ডালপালা বিস্তার করেছে।

এরাই বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরে সেনা ক্যু করার চেষ্টা করেছিলো। যেখানে থেকে আর্মি চীফ ঝুকিপূর্ণ দায়িত্ব নিয়েছে, সেখানেও  বিপ্লবের প্রতি অপতৎপরতার চেষ্ঠা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions