বাঘাইছড়ির 'পশ্চিম লাইল্যা ঘোনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নতুন পরিচালনা কমিটি গঠিত

প্রকাশঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:২১:০১ | আপডেটঃ ০৫ অক্টোবর, ২০২৪ ০৫:১২:১৯
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'পশ্চিম লাইল্যা ঘোনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা'র দীর্ঘ ১৫ বছর পর নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর পশ্চিম লাইল্যা ঘোনা এলাকাবাসীর উদ্যোগে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব শামসুল আলমের সভাপতিত্বে বৈঠকে এলাকার সকলের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে বাঘাইছড়ি উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম লাইল্যা ঘোনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। 

নতুন পরিচালনা পর্ষদে সাইফুল ইসলামকে সভাপতি, জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ও  তারেকুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট পর্ষদ গঠন করা হয়।

এবিষয়ে নবগঠিত পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান মাদ্রাসাটি ১৯৬৬ ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়ে এযাবৎ পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়। কিন্তু মাদ্রাসার অবকাঠামোগত বৃহৎ সংস্কার ও অর্থনৈতিক মন্দার মুখে এসে দায়িত্ব নিই। তাই এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ সহযোগিতা কামনা ও দোয়া চাই।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions