বাঘাইছড়িতে বর্ণিল আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রকাশঃ ২২ মে, ২০২৪ ০৫:০৭:১২ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০৬:২০:২৮

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)।বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। দিনটি উপলক্ষে নানান কর্মসূচী সাজিয়েছিল বাঘাইছড়ি বৌদ্ধ সম্প্রদায়। গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত (জন্ম, বোধিজ্ঞান লাভ মহাপরিনির্বান) উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় এই আয়োজন করা হয়

 

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখা এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ধর্মীয় পতাকা উত্তোলন এবং আতস বাজি ফাটিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়

 

বাঘাইছড়ি মুখ ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার এলাকায় বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছিল শত শত মানুষের মিলনমেলা। তাই মাঠের চার পাশে দাড়িয়ে উপভোগের আনন্দে মেতেছিল উৎসুক দর্শনার্থী

 

অনুষ্ঠানের শুভ সূচনার পর বাঘাইছড়ি মুখ ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয় বিহারে

 

বৌদ্ধ ধর্মাবলম্বী তোশিতা চাকমা বলেন, আজকের আয়োজনের প্রধান বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের ভগবান গৌতমবুদ্ধের জন্ম দিন আজ।এইদিনে গৌতমবুদ্ধের জন্ম বলে একে বুদ্ধপূর্ণিমা বলা হয়,যা বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় আনন্দের সুখের

 

সময় জানা যায়, এই দিনে বুদ্ধপূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেদ প্রার্থনাও করে থাকে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions