রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি, পৃথক বজ্রপাতে ৩জন নিহত

প্রকাশঃ ০৩ মে, ২০২৪ ০১:১৬:৩৬ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ১২:৩০:০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। তীব্র তাপদাহের পর রাঙামাটিতে বজ্রপাতসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারনে জনজীবনে নেমে এসেছে স্বস্তি।  এদিকে রাঙামাটিতে  বজ্রপাতে তিনজনের মৃত্যু  হয়েছে। রাঙামাটির পৃথক তিনটি  স্থানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় বজ্রপাতে মুসলিম বাহারজান(৫৫) নামের একজনের মৃত্যু হয়। এছাড়াও বজ্রপাতে ১ টি গবাদি পশুও মারা যায়।

একই উপজেলার সাজেকে সকালে বজ্রপাতে তনিপালা ত্রিপুরা (৩৭) নামে একজন মহিলা মারা যায়। 

অন্যদিকে সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটি শহরের সিলেটি পাড়া এলকায় কাপ্তাই হ্রদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মো: নজির (৫০) গুরুতর আহত হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions