চাঁদা দাবী করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ

প্রকাশঃ ০৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৫০:২৩ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ১০:২৩:২৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা দাবী করায় বান্দরবান -থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহণ মালিকরা নিরাপত্তার কারণে সকাল থেকে বান্দরববান থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়, এতে দূর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

পরিবহন মালিকরা জানান, গত কিছুদিন আগে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীরা থানচি সড়কে চলাচলরত বাস মালিকদের কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে, পরে বাস মালিকরা তাদের কাছ থেকে কিছুদিন সময় নেয়। কিন্তু দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা।এদিকে হঠাৎ করে হুমকি বেড়ে যাওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে সকাল থেকে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।

এদিকে বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: নুরুল আলম জানান, নিরাপত্তার কারণে পরিবহন মালিক-শ্রমিকরা থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে রেখেছে, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।  পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions