ঘুমধুম সীমান্তের ওপারে আবারও গুলির শব্দ

প্রকাশঃ ০৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০১:৪৮:২৪ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ১২:২৯:২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। রাতে শান্ত রাতের পরে মিয়ানমার থেকে আবারও গোলাগুলির গুমগুম শব্দ ভেসে এসেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্ত ঘেঁষা গ্রামে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর মিয়ানমারের ঢেকিবুনিয়া এলাকা থেকে কয়েক দফায় বিকট শব্দ শোনা গেছে।

গত রাত থেকে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সকাল সাড়ে ১০টার পর থেকে ঘুমধুমে থমথমে অবস্থা বিরাজ করছে, আতঙ্ক রয়েছে জনমনে।

ঘুমধুমের স্থানীয় বাসিন্দা মো.জাফর বলেন, গত রাতে পরিস্থিতি শান্ত ছিল, কিছুটা স্বস্তিতে রাত কেটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার পর কয়েক দফায় মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির আবারও বিকট শব্দ ভেসে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে ইউনিয়ন পরিষদ কাজ করছে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions