বান্দরবানে ঢিলেঢালা চলছে বিএনপি-জামায়াতের অবরোধ

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২৩ ০২:৪৭:০১ | আপডেটঃ ০৮ অক্টোবর, ২০২৪ ০২:২৭:৪০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ দিনে বান্দরবানে ঢিলেঢালাভাবে পালন করা হচ্ছে। অবরোধের আহবান করলেও মাঠে বিএনপি কিংবা জামায়াতের নেতাকর্মীদের সড়কে কোথাও পিকেটিং ও মিছিল করতে দেখা যায়নি। 

অবরোধের কারণে জেলার প্রতিটি বাস কাউন্টার বন্ধ রয়েছে। আর বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জেলা সদরের পাশাপাশি ৭টি উপজেলা থেকে বাস বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সড়ক পথ।

অবরোধের কারণে দুরপাল্লার বাস বন্ধ থাকলে ও অতিরিক্ত ভাড়ায় আতংক নিয়ে থ্রি-হুইলারে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছে অনেক যাত্রী।

দুরপাল্লার বাস সার্ভিস বন্ধ থাকলে ও পৌর এলাকার বিভিন্ন সড়কে ইজিবাইক, মোটর সাইকেল ও বিভিন্ন কোম্পানীর মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। 

এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়ন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল দল।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions