মহালছড়িতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রকাশঃ ০৭ অক্টোবর, ২০২৩ ০৬:২০:৪৫ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০৬:৪৭:৫৯

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।   ৬ অক্টোবর  শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে এক  র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা। এছাড়াও ৪ ইউনিয়নের সচিব ও ইউপি সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। 


আলোচনা সভায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম  বলেন, জাতীয় জন্ম ও মৃত্যু আইন, ২০০৪ অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে  সচেতনতা বৃদ্ধি করতে সকলকে আহবান জানান তিনি।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions