খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষকদের সংবর্ধনা প্রদান

প্রকাশঃ ০২ সেপ্টেম্বর, ২০২৩ ০৮:১৩:৪৮ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ১১:১৮:৪৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিকাশীর্ষক আলোচনা সভা কৃতি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়ে পরে ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়


অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাআলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক জেসমিন ত্রিপুরা কার্তিক


সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন


অনুষ্ঠানে বেগম রোকেয়া পদক জয়ী চৌংড়াছড়িমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসনপ্রাপ্ত) শোভা রানী ত্রিপুরা, ২০২২সালে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা ত্রিপুরা, ২০১৯ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে রারুসাই কার্বারী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ধনা চন্দ্র সেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা বিজয়া খীসা, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মোঃ ফারুককে আহমেদ, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা রুপা মল্লিক, আন্তঃ পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২২ জাতীয় পর্যায়ে নৃত্যে প্রথম স্থান অর্জনকারী ধীনা ত্রিপুরা, আন্ত: পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২২ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জনকারী জবা চক্রবর্তী, করোনাকালীন সময়ে খাগড়াছড়ির অনলাইন প্রাইমারী স্কুলের উদ্যোক্তা এডমিন পরশ মামুদ এবং প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ জাতীয় পর্যায়ে ভারসাম্য দৌড়ে প্রথম স্থান অর্জনকারীদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions