যাঁরা পদ্মা সেতুকে নড়বড়ে বলেছিলো, তাঁরা এখন কোন পথে পদ্মা পাড়ি দেন?

প্রকাশঃ ২৭ অগাস্ট, ২০২৩ ০৫:১৪:৩৬ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ১১:১৯:৩৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, যাঁরা পদ্মা সেতুকে নড়বড়ে বলেছিলো; তাঁরা এখন কোন পথে পদ্মা পাড়ি দেন?

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পুরোটা জীবনজুড়ে মেহনতি-শ্রমজীবি মানুষের জন্য কাজ করেছেন। আজ যে বাংলাদেশ, লাল সবুজের পতাকা; সবই তাঁর অবদান। বায়ান্ন' ভাষা আন্দোলন, চেষট্টি সালের ছয়দফা থেকে উনিশ' একাত্তর সালের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের পথ পাড়ি দিতে গিয়ে জীবনের চার হাজার বিরাশি দিন জেল খেটেছেন।তিনি বলেন, পঁচাত্তরের পনের আগস্ট' খুনীরা দেশকে আবারও অন্ধকারে নিযে যেতে চায। ২০০১ সালে 'বিএনপি-জামাত' ক্ষমতায এসে একাত্তরের মতো নারকীয় অত্যাচার চালিয়ে ছিলো। ইয়াসিন' মতো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছিলো

 

প্রতিমন্ত্রী পদ- মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা শনিবার বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙার সীমান্তবর্তী তাইন্দং বাজার মাঠে 'জাতীয় শোক দিবস' উপলক্ষে আয়োজিত জন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

 

তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ মজুমদার' সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান পেয়ার আহাম্মদ' স্বাগত বক্তব্য' মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ' সা. সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান এবং জেলা মহিলা আওয়ামী লীগ' সা. সম্পাদক শাহিনা আকতার

 

সভায় অন্যান্য বক্তারা বলেন, ২০১৪ সালের নির্বচনের আগে-পরে আগুন দিয়ে মানুষ খুন করেছিলো। দেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে চেয়েছিলো। এখন তারা আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন করে ষড়যন্ত্র করছে। তাই সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন

 

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ' সহ- সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম- সা. সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, মাটিরাঙা উপজেলা আওযামী লীগ' সা. সম্পাদক সুবাস চাকমা, জেলা শ্রমিক লীগের সবাপতি জানু সিকদার, জেলা আওয়ামী লীগ" প্রচার সম্পাদক ক্যজরী মারমা এবং জেলা শ্রমিক লীগ' সা. সম্পাদক মেহেদী হাসান হেলাল

 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions