খাগড়াছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রকাশঃ ১৪ অগাস্ট, ২০২৩ ০৩:২৬:৩৩ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০১:২৪:৪৬

সিএইচটি টুডে ডট কম দীঘিনালা (খাগড়াছড়ি)। খাগড়াছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন - ইপসা। এবারের যুব দিবসের প্রতিপাদ্য ‘‘Green Skills for Youth: Towards a Sustainable World”

 

শনিবার দিবসটি পালন উপলক্ষে খাগড়াছড়ি যুব উন্নয়ন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া

 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাফিজা আইরীন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কোর্ডিনেটর মোঃ রেজাউল হক, ইপসা সুখী জীবন প্রকল্পের প্রতিনিধি পেহেলি চাকমা প্রমূখ

 

আলোচনা সভায় বক্তারা দিবসটি তাৎপর্য তুলে ধরে বলেন যুবরাই সকল পরিবর্তনের ধারক-বাহক। বৈশ্বিক জলবায়ুগত সংকট মোকাবেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে বর্তমান বিশ্ব একটি সবুজ রূপান্তরে যাত্রা শুরু করেছে। প্রক্রিয়ায় যুবদের অংশগ্রহণ জরুরী। পাশাপাশি যুবদের স্মার্ট বাংলাদেশ গড়তে একসাথে কাজ করার আহ্বান জানান। এতে ইপসা সুখী জীবন প্রকল্পের রিসোর্স পুলের সদস্য এবং অন্যান্য যুব সদস্যরা অংশ নেন

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions