খাগড়াছড়ির স্বনির্ভর হত্যাকাণ্ডের বিচারের দাবীতে ইউপিডিএফর বিক্ষোভ

প্রকাশঃ ১২ অগাস্ট, ২০২৩ ০৫:১৩:২৮ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০১:১৯:১৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে পাহাড়ী ছাত্র পরিষদ নেতা তপন, এল্টন, যুবনেতা পলাশসহ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের  গ্রেফতার এবং বিচারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছেন ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ডিওয়াএফ পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ পানছড়ি উপজেলা শাখা।  

 

স্বনির্ভর হত্যাকাণ্ডের ঘটনায় ৫ম বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (১১ আগস্ট ২০২৩) দুপুরে পানছড়ি উপজেলাধীন লোগাঙ বাবুরা পাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জানানো হয় গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে। 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভ মিছিলটি লোগাং উচ্চ বিদ্যালয় গেট থেকে শুরু করে বাবুরা পাড়া বাজার গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়

 

সমাবেশে পিসিপি পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীল চাকমার সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাধারণ সম্পাদক পরিনীতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর প্রতিনিধি সুবোধ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি' খাগড়াছড়ি জেলা সবাপতি শান্ত চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক পরান্তু চাকমা

 

সমাবেশে বক্তারা বলেন, সরকার পাহাড়ি জনগণের অস্তিত্ব ধ্বংস করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। প্রতিনিয়ত পাহাড়িদের ভূমি বেদখল, নারী নির্যাতন, হত্যা-গুম-খুনের ঘটনা ঘটানো হচ্ছে। এর বিরুদ্ধে পাহাড়ি জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে

 

২০১৮ সালে ১৮ আগস্ট স্বনির্ভর ঘটনাটি সুপরিকল্পিত দাবি করে, ঘটনা বছর অতিক্রম হলেও রাষ্ট্র স্বনির্ভর হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত বিচার করছেন না। তিনি অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। 

 

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে সমাবেশের প্রস্তুতিকালে দুর্বৃত্তের অতর্কিত হামলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ সমর্থিত পিসিপি, যুবফোরামের নেতৃবৃন্দসহ জন নিহত হয় 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions