“প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দূর্যোগের সময় পাহাড়ের মানুষের পাশে দাঁড়ান”

প্রকাশঃ ১২ অগাস্ট, ২০২৩ ০২:১৫:০১ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০১:২৬:০৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির সাম্প্রতিক ভারী বর্ষণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি; জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানকে সাথে নিয়ে প্রশাসনের উর্ধ্বতন অফিসার, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি-সাংবাদিকদের সাথে নিয়ে এই তৎপরতা অব্যাহত রেখেছেন।

প্রথমদিনে গতকাল (বৃহস্পতিবার) দীঘিনালা মেরুং ইউনিয়নে হাজার 'শত পরিবার এবং খাগড়াছড়ি সদর ইউনিয়নে ' ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ত্রাণ বিতরণ করা হয়েছে


এদিন উপহারের ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জেলায় টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের এসব অসহায় মানুষের কথা ভেবে জেলা প্রশাসকের মাধ্যমে এসব ত্রাণ উপহার পৌঁছে দিচ্ছে।

আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন বলেই দুর্যোগের প্রতিটা মুহূর্তে প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তা পাঠিয়েছেন। তিনি সব সময় আপনাদের কথা ভাবেন। তিনি সকল দূর্যোগের সময় আপনাদের পাশে দাঁড়ান।


উপহারের ত্রাণ বিতরণকালে পৃথক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার আরাফাতুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন, দীঘিনালার এসি (ল্যান্ড) আবুল হাসনাত খান,  খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, দীঘিনালার মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, খাগড়াছড়ি ইউনিয়নের সদস্যবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থ বছরের দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি মিনিকেট চাল, কেজি দেশি মশুর ডাল, কেজি লবন, কেজি চিনি, লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুড়া, ২০০গ্রাম হলুদের গুড়া, ১০০ গ্রাম ধনিয়া গুড়া মোট প্রকার প্যাকেজ করা হয়েছে

                    

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions