খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অবনতি, পানিবন্দী হাজারও পরিবার, পাহাড় ধস

প্রকাশঃ ০৯ অগাস্ট, ২০২৩ ০১:৪০:১২ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০৩:৩৫:৪৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে টানা বর্ষণে পানি বেড়ে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। গতকাল বিকেল থেকে মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার মেরুং ইউনিয়নের ১০ টি গ্রামে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। বন্ধ রয়েছে রাঙামাটির লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ।

 

ছাড়া খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। খাগড়াছড়ি পৌরসভার মুসলিমপাড়া, মেহেদীবাগ, খবংপুড়িয়াসহ কয়েকটি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী। এছাড়া জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় নদী ছড়ার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। 

 

অন্যদিকে, টানা বৃষ্টির কারণে অনেক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। জেলার উপজেলায় ৩৩ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা লোকজন এখনও কোন ধরণের সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করছেন।

 

তবে দুপুরের পর থেকে রান্না করা শুকনো খাবার বিতরণের প্রস্তুতি চলছে বলে জানান খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম। ফায়ার সার্ভিসসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছে 

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions