সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

প্রকাশঃ ০৬ অগাস্ট, ২০২৩ ০৫:৪৯:৪১ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০৩:৩৬:২০

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ; প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া পরিবারের পাশে থাকবে। তারই অংশ হিসেবে তাঁর মরণোত্তর ধর্মীয় শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অনুদান প্রেরণ করেছেন।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী আজ (শনিবার) বিকেলে প্রয়াতের স্ত্রী উর্মি বড়ুয়া হাতে এই অনুদান হস্তান্তর করেন। এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’-এর সভাপতি প্রদীপ চৌধুরী, সা. সম্পাদক সৈকত দেওয়ান এবং নির্বাহী সদস্য রূপায়ন তালুকদার উপস্থিত ছিলেন।

 এসময় সামাজিক প্রতিনিধি হিসেবে হাচনসনপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী; সাংবাদিক পলাশ বড়ুয়া অসুস্থ হবার পর থেকেই খোঁজ-খবর রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।


পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী জানিয়েছেন, তিনি দাপ্তরিক প্রয়োজনে জরুরীভাবে ঢাকায় যাচ্ছেন। সাংবাদিক পলাশ বড়ুয়া পরিবারের পাশে থাকার জন্য মাননীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা নির্দেশনা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেয়া হবে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions