খাগড়াছড়ি শহরে বিএনপি-আওয়ামীলীগের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৩ ০৪:২৩:৪১ | আপডেটঃ ০৭ অক্টোবর, ২০২৪ ০৫:২৫:৩৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বিএনপি-আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরের শাপলা চত্বরে সংঘর্ষ। পুলিশসহ উভয়পক্ষের আহত ৩০ জন। এমধ্যে আওয়ামীলীগের ১৫ জন জেলা সদরের সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। অবশ্য বিএনপি’র পক্ষ থেকে আহতের সংখ্যা পঞ্চাশের অধিক এবং আওয়ামীলীগের পক্ষ থেকে আহতের সংখ্যা ত্রিশের অধিক দাবি করা হয়েছে।

জেলা পুলিশের ডিআইআইও (ওয়ান) আনোয়ার হোসেন আহত পুলিশের সংখ্যা কতো তা নিশ্চিত করতে পারেননি। এই ঘটনায় উভয়পক্ষ একে-অপরের ওপর দোষ চাপিয়েছেন। শহরে থমথমে অবস্থার পাশাপাশি যে কোন সময় আবারও সংঘাতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পৌরসভার গেইট সংলগ্ন এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন উন্নয়ন পদযাত্রার কর্মসূচির জন্য। এই সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি’র অনুসারীরা অতিক্রমকালে উভয়পক্ষের মধ্যে উচ্চবাচ্য থেকে বাগ-বিতন্ডা এবং পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তবে পুলিশ ঘটনার শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions