খাগড়াছড়ি রিজিয়ন মারমা ছাত্র ঐক্য পরিষদকে কম্পিউটার এবং প্রিন্টার দিলো

প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০২৩ ০৮:২৫:৪৪ | আপডেটঃ ০৮ অক্টোবর, ২০২৪ ০১:২৭:০৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। আজ বৃহস্পতিবার  (১৩ এপ্রিল ২০২৩ তারিখ) ১২টায় খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদকে শিক্ষা সহায়ক সামগ্রী (কম্পিউটার প্রিন্টার) উপহার হিসেবে প্রদান করা হয় সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন এছাড়াও মেজর মো: ইমরোজ মুনীর, পিএসসি, বিএম, ২০৩ পদাতিক ব্রিগেড, মেজর মো: জাহিদ হাসান, ওএসপি, জিএসও- (ইন্ট), ২০৩ পদাতিক ব্রিগেড এবং মারমা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ০২জন সদস্য উপস্থিত ছিলেন


শিক্ষার গুরুত্ব বিবেচনা করে পিছিয়ে পড়া মারমা সম্প্রদায়ের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক কম্পিউটার অন্যান্য সামগ্রী প্রদান করা হয়

এছাড়াও শিক্ষা সহায়ক সামগ্রী কম্পিউটার প্রিন্টার প্রদানের পাশাপাশি মারমা সম্প্রদায়ের ৭৯টি পাড়া ভিত্তিক পাঠাগার/লাইব্রেরীর বই প্রদানের মাধ্যমে সম্প্রদায়কে এগিয়ে নিয়ে আসার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে রিজিয়ন কমান্ডার জানান।

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions