কাল থেকে পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি শুরু

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৩ ১২:১৭:০৮ | আপডেটঃ ০৮ অক্টোবর, ২০২৪ ০১:৩০:২৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক ধর্মীয় উৎসববৈসাবিকাল  চাকমাদের ফুল বিঝুর মধ্যে দিয়ে থেকে শুরু হবে। ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব উপলক্ষে চাকমা, মারমা ত্রিপুরা এবং বাঙ্গালীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে মঙ্গলবার সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন বয়সী হাজারো পাহাড়ি-বাঙ্গালি তাতে অংশগ্রহন করেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহনে শোভাযাত্রাটি মিলনমেলায় পরিণত হয়। 

 

চাকমা, মারমা ত্রিপুরারা নিজস্ব পোষাক, বাদ্যযন্ত্র আর বিলুপ্তপ্রায় সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে নেচে, গেয়ে বর্ণাঢ্য করে তোলেন।


জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গন থেকে শহর পদক্ষিন করে টাউনহল মাঠে গিয়ে শেষ হয় বর্ণিল শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।


এতে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার মো: নাইমুল হকমং সার্কেল রাজা সাচিংপ্রু চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলে

 

সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions