খাগড়াছড়িতে গণপিটুনিতে চাঁদাবাজের মৃত্যু

প্রকাশঃ ০৩ এপ্রিল, ২০২৩ ০৬:৫৭:৩২ | আপডেটঃ ০৮ অক্টোবর, ২০২৪ ০৩:২৮:১৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়িতে বালু মহলে চাঁদাবাজি করতে এসে গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাত ১১ টায় খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাকিব উদ্দিন মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মানিকছড়ি থেকে পুলিশ হ্লাচিং মং মারমা নামে একজনকে নিয়ে আসেন। হাসপাতালে আনার পথে রোগীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত হ্লাচিং মং মারমা (২৮) জেলার রামগড়ের বৈদ্যপাড়ার থৈলাপ্রু মারমার ছেলে।

পুলিশ জানায়, রোববার বিকেল ৫ টার দিকে মানিকছড়ির কালাপানি স্কুল পাড়া এলাকায় কয়েকজন চাঁদা দাবি করতে যায়। নিজেদের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ'র কর্মী দাবি করে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া দিলে বাকীরা পালিয়ে যায়। জনতার হাতে আটক হ্লাচিং মং মারমাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় উদ্ধার করে। মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি নেয়ার পথে মৃত্যু হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions